Home তথ্য ও প্রযুক্তি স্মার্টফোন গরম হওয়া বন্ধে করণীয়

স্মার্টফোন গরম হওয়া বন্ধে করণীয়

স্মার্টফোন গরম হওয়া বন্ধে করণীয়। প্রযুক্তিনির্ভর এই যুগে প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করেন। তবে স্মার্টফোনের অন্যতম একটি সমস্যা হলো গরম হয়ে যাওয়া। তখন একটাই আতঙ্ক কাজ করে বেশির ভাগের মনে। ফোনটা ফেটে যাবে না তো! জেনে নিন ফোনের এই ব্যাটারি গরম হয়ে ওঠা বন্ধ করবেন কী করে-

১) রাতভর ফোন চার্জে দিয়ে রাখার অভ্যাস ত্যাগ করুন। এর ফলে মোবাইল অত্যধিক গরম হয়ে যাওয়া ছাড়াও ব্যাটারির কার্যক্ষমতা হ্রাস পায়।২) চার্জ দেওয়ার সময় ফোনের কভার অবশ্যই খুলে রাখুন। চার্জ দেওয়ার সময় ফোনে যে তাপ উৎপন্ন হয়, কভার থাকায় তা বেরতে পারে না। ফলে মোবাইল ফোন গরম হয়ে ওঠে।
৩) অন্য ফোনের ব্যাটারি বা অন্য ফোনের চার্জার ব্যবহার না করাই ভাল। এতে হ্যান্ডসেট দ্রুত খারাপ হওয়ার আশঙ্কা থাকে।

৪) সরাসরি সূর্যালোকে মোবাইল ফোন দীর্ঘ ক্ষণ রাখবেন না। কারণ, সূর্যের আলো ফোনের ব্যাটারির ক্ষতি করে।

৬) যে সব অ্যাপ চালালে ফোনের ব্যাটারি দ্রুত খরচ হয় বা ফোন গরম হয়ে ওঠে, সেগুলো ফোন থেকে আনইনস্টল করে দেওয়াই ভাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

চাঁদ ও মঙ্গল গ্রহে বসবাস উপযোগী ঘর নির্মাণ!

\চাঁদ ও মঙ্গল গ্রহে বসবাস উপযোগী ঘর নির্মাণ! চাঁদ ও মঙ্গল গ্রহ আবিষ্কারের পর দূর গ্রহকেও ম…